ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪ কিলোমিটারে যানবাহনের সারি

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার | আপডেট: ০৩:১৯ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নামে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। শুক্রবার (৮ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বাড়তে থাকে। এতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে প্রায় চার কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

জানা গেছে, সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে একটু সময় লাগছে। এ কারণে সেতুর টোল প্লাজায় যানবাহনের সারি তৈরি হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। তবে অল্প সময়ের মধ্যে টোল দিয়ে যানবাহনগুলো সেতু পার হচ্ছে।

সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজায় দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, সেতু দিয়ে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। তবে অতিরিক্ত যানবাহনের চাপ ও সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে টোল প্লাজায় এসে যানবাহনকে কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। 

এসবি/