শিনজো আবে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন: মোমেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২১ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শোক ও নিন্দা জানিয়েছেন।
শুক্রবার (৮ জুলাই) এক বার্তায় তিনি বলেন, শিনজো আবে আমার ঘনিষ্ঠজন এবং তিনি বাংলাদেশেরও অকৃত্রিম বন্ধু ছিলেন।
শিনজো আবের ওপর গুলি চালানোর ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে ড. মোমেন বলেন, তার মৃত্যুতে জাপানের জনগণ এক অসাধারণ নেতাকে হারাল, একইসঙ্গে বাংলাদেশ হারাল তার একজন অকৃত্রিম বন্ধুকে।
তিনি শিনজো আবের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং জাপানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় নারা শহরে এক ক্যাম্পেইনে বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। জাপানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।
এসি