চামড়া পাচার ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে যাতে কোন ক্রমেই বাংলাদেশ থেকে ভারতে চামড়া পাচার না হয় এজন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই সঙ্গে ভারত থেকে যেন গরু পাচার হয়ে না আসতে পারে ও অণ্য দেশের নাগরিক দেশে প্রবেশ করতে না পারে এই ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে তারা।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, চামড়া আমাদের দেশের সম্পদ এটি যাতে কোনক্রমেই অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে পাচার না হয়ে যেতে পারে এজন্য সীমান্তে বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের ব্যাটালিয়ন অধিন ১০২টি পোষ্ট ও ক্যাম্প রয়েছে সেগুলোতে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তে বাড়তি টহলের পাশাপাশি বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় চলাচলরতদের উপর সার্বক্ষণিক নজরদাড়ি করা হচ্ছে।
এছাড়া দেশীয় খামাড়িরা যেন ক্ষতিগ্রস্থ না হয় সে কারণে কোন ক্রমেই ভারত থেকে যেন দেশে গরু পাচার হয়ে না আসতে পারে সে বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এছাড়াও অন্য দেশের কোন নাগরিক যেন অবৈধ পথে আমাদের দেশে প্রবেশ করতে না পারে সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেআই//