ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলারসহ ২৩ জেলে আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার

বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে তীরে ফেরার সময় দু’টি মাছধরা ট্রলারসহ কোস্টগার্ড ২৩ জেলে আটক করেছে। এসময় ট্রলারে থাকা ১১ লাখ মিটার জাল এবং তিন’শ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। 

শুক্রবার দুপুরে আন্ধারমানিক নদী মোহনা সংলগ্ন সাগরে অভিযান চালায় কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতে ট্রলার দু’টির মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত মাছ নিলামে ৪৫ হাজার টাকায় বিক্রি করে ট্রলারসহ জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সামুদ্রিক মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।
কেআই//