গোতাবায়ার সুইমিং পুলে বিক্ষোভকারীদের ঝাঁপাঝাঁপি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০৭ পিএম, ৯ জুলাই ২০২২ শনিবার | আপডেট: ০৬:০৯ পিএম, ৯ জুলাই ২০২২ শনিবার

ফেলে যাওয়া শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা।
শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে বিক্ষোভকারীরা কলম্বো ফোর্টের চাথাম স্ট্রিটের সড়কের পুলিশ ব্যারিকেড টপকে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ জলকামান ও গুলি ছুড়লেও কাজে লাগেনি।
প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে বিক্ষোভকারীদের তাণ্ডব চালাতে দেখা গেছে। অনেককে প্রাসাদের সুইমিং পুলে ঝাঁপাতে দেখা গেছে বিবিসির এক ভিডিওতে।
বিক্ষোভকারীরা বাসভবনে ঢুকে পড়লেও সেখানে তখন প্রেসিডেন্ট ছিলেন না। শনিবার কলম্বোতে বিক্ষোভ শুরুর আগেই বাসভবন প্রাঙ্গণ থেকে গোতাবায়াকে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী।
বিবিসি জানায়, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বাজে অর্থনৈতিক দুর্দশায় পড়া শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে শনিবার কলম্বোয় গণবিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল।
ওই বিক্ষোভে অংশ নিতে দ্বীপদেশটির বিভিন্ন অংশ থেকে মানুষ রাজধানীতে গাড়ি, ভ্যান, বাসে করে ছুটে এসেছেন।
এএইচএস