ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

ঈদের দিন স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু 

ভোলা প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২৪ এএম, ১০ জুলাই ২০২২ রবিবার

ভোলার সদর উপজেলার আলীনগরে ঈদের দিন প্রতিবেশি দম্পতির ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক। 

রোববার (১০ জুলাই) ভোলার সদর উপজেলার আলীনগরে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায়  পুলিশ ঘাতক রাইহানকে গ্রেফতার করেন। 

নিহতের নাম  নাহিদ (২০)। পেশায় তিনি একজন কাঠ মিস্ত্রি ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাইহান ও তার স্ত্রীর তামান্নার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। পরে জীবন বাঁচাতে রাইহানের স্ত্রী তামান্না দৌড়ে নাহিদদের বাসার সামনে গেলে এগিয়ে গিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন নাহিদ।

এ সময়  রাইহানের হাতে থাকা বটি দিয়ে  অতর্কিত ভাবে নাহিদের ঘাড়ে কোপ দিয়ে বসে। এতে প্রচুর রক্ত ক্ষরণ হয়।  পরে স্থানীয়রা আহত নাহিদকে উদ্ধার করে ভোলা সদর  হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসক জানায়,অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই  মৃত্যু হয়  নাহিদের। 

স্থানীয় চেয়ারম্যান বশির আহমেদ এর সহযোগিতায় ভোলা থানা পুলিশ  রাইহনকে গ্রেফতার করেন। অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সর্দার  এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ সুপার সাইফুল ইসলাম। 

ভোলা থানায় রাইহান এর বিরুদ্ধে একটি হত্যা মামলা প্রস্তুতি চলছে।  এই ঘটনায় নাহিদ বাবা শাহে আলম আসামীর রাইহানের দৃষ্টান্ত মূলক  শাস্তির দাবি জানায় ।

আরএমএ