শ্রীলঙ্কাকে ৩৮০ কোটি ডলার দিচ্ছে ভারত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৭ এএম, ১১ জুলাই ২০২২ সোমবার | আপডেট: ০৯:১১ এএম, ১১ জুলাই ২০২২ সোমবার
চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে শ্রীলঙ্কাকে এ বছর ৩৮০ কোটি মার্কিন ডলার দেবে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
রোববার (১০ জুলাই) এক বিবৃতিতে শ্রীলঙ্কার পরিস্থিতি তুলে ধরে অরিন্দম বলেন, দেশটির সাধারণ মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এ সময় শ্রীলঙ্কার জনগণের পাশে রয়েছে ভারত।
এদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে বের হয়ে আসতে শ্রীলঙ্কায় একটি সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে বিরোধী দলগুলো। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের ঘোষণার পর রোববার (১০ জুলাই) এক বৈঠকে ওই ঐকমত্যে পৌঁছান নেতারা।
ভারত মহাসাগরীয় দ্বীপদেশটিতে নজিরবিহীন অর্থনৈতিক সংকট সৃষ্টি করায় গণঅভ্যুত্থানের মুখে শনিবার (৯ জুলাই) পদত্যাগের ঘোষণা দেন প্রেসিডেন্ট গোতাবায়া ও প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে। এরপর নতুন সরকার গঠনে কাজ শুরু করে বিরোধী দলগুলো।
এর আগে গোতাবায়া শনিবার (৯ জুলাই) পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্দেনার কাছে আগামী ১৩ জুলাই পদত্যাগ করার কথা জানিয়েছেন।
এএইচএস
