ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

সিন্ডিকেটের দাপট, উত্তরাঞ্চলে উপেক্ষিত চামড়ার সরকারি দাম

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৪ এএম, ১১ জুলাই ২০২২ সোমবার

রংপুরসহ দেশের উত্তরাঞ্চলের আট জেলার চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে তিনশ থেকে পাঁচ টাকা দরে কোরবানির পশুর চামড়া কিনছেন আড়তদাররা। এক্ষেত্রে মানা হচ্ছে না সরকারের বেঁধে দেয়া দরও। ফলে চামড়া বিক্রি নিয়ে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। বাধ্য হচ্ছেন তারা স্বল্পমূল্যে চামড়া বিক্রি করতে। 

ঢাকার বাইরে কোরবানির গরুর চামড়ার দর বেঁধে দিয়েছে সরকার। কিন্তু কোনো নিয়মই মানা হচ্ছে না। আড়তদারদের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। 

একজন মৌসুমী ব্যবসায়ী বলেন, “মাল দেখতেই চাচ্ছেন না। কিরব, মাল গাড়িতেই আছে, আপনারা দেখতেছেন।”

আরেক ব্যবসায়ী বলেন, “একটা (চামড়া) ৪০০, ৫০০, ৩০০- এরকম বলে। কেনা আছে ৭০০, ৮০০।”

“৩০০, ৪০০ টাকা চাইলে বলে যাও এখান থেকে যাও। এখানে আইসা আমরা দাম পাইনা।” 

তবে উত্তরাঞ্চলের অন্যতম চামড়া ব্যবসা কেন্দ্র রংপুরের চামড়া পট্টির ব্যবসায়ীরা বলছেন, ওই দামে চামড়া কিনলে লোকসানের মুখে পড়তে হবে তাদের। 
রক্ষণাবেক্ষণ খরচ বেশি হওয়ায় সরকার নির্ধারিত মূল্যে পশুর চামড়া কেনা সম্ভব হচ্ছে না, মন্তব্য আড়তদারদের।  

এ বিষয়ে রংপুর চামড়াপট্টির একজন আড়তদার বলেন, “মালের তিনটা কোয়ালিটি আছে- এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর। আমরা এক নম্বরটা কিনতেছি ৮০০-৯০০, দুই নম্বরটা কিনতেছি ৪০০ থেকে ৫০০ টাকায়।  

ন্যায্যমূল্য না পাওয়ায় কোরবানির পশুর চামড়া অনেকে ফেলে দিয়েছেন ডাস্টবিনে সিন্ডিকেট করে সাধারণ ব্যবসায়ীদের জিম্মিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি তাদের। 
এএইচএস/