ছাগলের চামড়ার দাম নেই (ভিডিও)
তৌহিদুর রহমান
প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ১১ জুলাই ২০২২ সোমবার | আপডেট: ০৯:৩৫ পিএম, ১১ জুলাই ২০২২ সোমবার

গেলো বছরের তুলনায় ঈদের ২য় দিনে রাজধানীর পোস্তায় কাঁচা চামড়ার মজুদ কম। প্রথম দিনের তুলনায় গরুর চামড়া কিছুটা বেশি দামে বিক্রি হলেও খুশি নন বেশিরভাগ ব্যবসায়ী। আর মোটেও দাম মিলছে না ছাগলের চামড়ার।
ঈদের ২য় দিনেও রাজধানীর পোস্তা কোরবানির পশুর চামড়া সংগ্রহে ব্যস্ত আড়তদারা। কেনার পরই চামড়ায় লবন লাগানোয় ব্যস্ত শ্রমিকরা।
প্রতিটি চামড়া আকার অনুযায়ী ৫শ থেকে ১১ বারোশ টাকায় কেনা-বেচা হচ্ছে। প্রথম দিনের চেয়ে ২য় দিনের পশু বড় হওয়ায় চামড়ার দামও কিছুটা বেশি।
গত বছরের চেয়ে কিছুটা হলেও এবার দাম বাড়তি, তবে চামড়ার দাম আগেই বেধে না দিয়ে খোলা বাজারের উপর ছেড়ে দেয়ার তাগিদ আড়তদার সমিতির।
এদিকে গরুর চামড়া তুলনামূলকভাবে দাম পেলেও ছাগলের চামড়া অনেক ক্ষেত্রেই অবিক্রিত রয়ে গেছে।
চামড়া সংগ্রহকারীরা বলছেন, সরকার দাম নির্ধারণ করে দিলেও আড়তদাররা সেই দাম দিচ্ছেন না। তাই কম মূল্যে চামড়া কিনতে হচ্ছে বলে জানান মৌসুমি চামড়া ব্যবসায়ীরা।
প্রকৃত দাম না পেয়ে হতাশা প্রকাশ করেছে অনেকে। কেউ কেউ চামড়া ফেলে দিয়েছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন চামড়ার হকদার গরিব-দুঃখীরা।
এসবি/