ডক্টর এনামুল হককে রাষ্ট্রীয় সম্মান ও শেষ শ্রদ্ধা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২১ পিএম, ১৪ জুলাই ২০২২ বৃহস্পতিবার
স্বাধীনতা পদক, একুশে পদকপ্রাপ্ত ও ভারতের পদ্মশ্রী সম্মাননায় ভূষিত সদ্য প্রয়াত বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক প্রফেসর ডক্টর এনামুল হককে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রথম জানাজার আগে তাকে গার্ড অব অনার দেয়া হয়। গেলো রোববার নিজ বাসভবনে মারা যান এনামুল হক।
শেষ বিদায় জানাতে এসে অশ্রু ঝরলো স্বজন ও শুভ্যনুধ্যায়ীদের।
জাতীয় জাদুঘর প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয় বীর এই মুক্তিযোদ্ধকে। পরে একে একে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
বাংলার লোকজ সংস্কৃতি নিয়ে কাজ করেছেন এনামুল হক। তবে প্রত্নতত্ববিদ হিসেবেই বেশি খ্যাতি কুড়িয়েছেন তিনি। দেশের অজানা সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন সবার কাছে তুলে ধরেছেন। কর্মের মধ্য দিয়েই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে জানালেন শ্রদ্ধা জানাতে আসা সুধীজনেরা।
আগামীকাল শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে নিজ জেলা বগুড়ায় ডক্টর এনামুল আর্ট এন্ড কালচারাল একাডেমিতে দ্বিতীয় জানাজা শেষে বগুড়া শহিদ মিনারে নাগরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন হবে।
বাদ জুমা গ্রামের বাড়িতে শেষ জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিশিষ্টজনেরা বলছেন, ডক্টর এনামুল হক কাজের মাধ্যমে বেঁচে থাকবেন সবার মাঝে।
এএইচ
