ইনানী সমুদ্র সৈকতে পর্যটক নিখোঁজ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০১:১৬ পিএম, ২০ জুলাই ২০২২ বুধবার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ভেসে গিয়ে আবদুল্লাহ (১৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে।
বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে ইনানী হোটেল রয়েল টিউলিপের সামনের সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়ে যায় সে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজাউল করিম জানান, নিখোঁজ ওই পর্যটক মা-বাবার সঙ্গে ইনানী সৈকতে বেড়াতে এসছিলেন। আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। উদ্ধারে লাইফগার্ড ও বীচকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।
আরএমএ/এমএম