ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

বিশ্বে পণ্যের দাম কমলেও স্বস্তিতে নেই ভোক্তারা (ভিডিও)

মহিমা পলি, একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১৬ পিএম, ২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার

বৈশ্বিক বাজারে পণ্যের দাম কমলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা। মূল্যস্ফীতি এখনও সহনীয় পর্যায়ে আসেনি। বাংলাদেশসহ বেশিরভাগ দেশেই জুন মাসে পণ্যের দাম বেড়েছে।

বিশ্ববাজারে পণ্যের মূল্য কমছে। তবে ভোক্তাপর্যায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না। উন্নত, উন্নয়নশীল কিংবা নিম্নআয়ের কোনো দেশই স্বস্তিতে নেই। পণ্যমূল্যের উর্ধ্বমুখী বাজারে বিশ্বজুড়েই নাকাল ভোক্তারা।  

সব শেষ তথ্য অনুযায়ী গত জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৪০ বছরের রেকর্ড অতিক্রম করেছে। উন্নীত হয়েছে ৯ দশমিক ১ শতাংশে।

ইউরোপের প্রভাবশালী দেশ যুক্তরাজ্যের ভোক্তাদেরও পুড়তে হয় উচ্চ মূল্যস্ফীতির তাপে। জুনে দেশটিতে মূল্যস্ফীতি হয় ৯ শতাংশ। 

সুখবর ছিল না ইউরো অঞ্চলেও। গত জুনে অঞ্চলটিতে পণ্যমূল্য বাড়ে ৮ দশমিক ৬ শতাংশ। মে মাসে ইউরো অঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১ শতাংশ। 

এদিকে, উচ্চ মূল্যস্ফীতি কবলে দক্ষিণ এশিয়ার দেশগুলো। জুন মাসে পার্শ্ববর্তী দেশ ভারতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ে ৭ দশমিক ০১ শতাংশ। 

এ অঞ্চলের আরেক দেশ পাকিস্তানের অবস্থা খুবই নাজুক। গত মাসে দেশটিতে মূল্যস্ফীতি হয়েছে ২১ দশমিক ৩২ শতাংশ। চরম ভোগান্তিতে পাকিস্তানের সাধারণ মানুষ।

জুনে মূল্যস্ফীতি বেড়েছে বাংলাদেশেও। ৯ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দেশের মূল্যস্ফীতি। এ সময়ে দেশে পণ্যমূল্য বেড়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ। তবে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছাড়িয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশ। 

এদিকে, চলতি মাসে ভোজ্যতেলসহ কিছু পণ্যের দাম কমেছে। নতুন করে বাড়েনি অন্যান্য নিত্যপণ্যের দাম।

এএইচ