ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪,   বৈশাখ ২৬ ১৪৩১

কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির বিষধর সাপ উদ্ধার

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার

কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখা মিলেছে একটি বিষধর ইয়োলো বিল্ড সী স্নেক সাপের বাচ্চা। বিরল প্রজাতির সাপের এই বাচ্চাটি সৈকতে জীবিত ভেসে এলেও প্রচণ্ড রৌদ্রের তাপে তা মারা যায় বলে ধারণা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা এগারোটায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে সাপটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা উদ্ধার করে নিয়ে যায়। 

ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, ধারণা করা হচ্ছে গভীর সমুদ্র থেকে ঢেউয়ের তোড়ে ১ ফুট দৈর্ঘ্যর এ সাপটি জীবিত অবস্থায় ভেসে আসে। তবে এটি মারা যাবার প্রকৃত কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে রোদের প্রখরতায় ঘটতে পারে।

ওযার্ল্ড ফিসের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটি ৪র্থতম বিষধর সাপ। এ সাপ সহজে মানুষকে আঘাত করেনা। 

উল্লেখ্য, গত ১০ জুন সৈকতে আরও একটি জীবিত ইয়োলো বিল্ড সী স্নেক সাপ ভেসে আসে।
আরএমএ/এএইচ