ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

পূর্ণিমার বিয়ের আরও ছবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ২২ জুলাই ২০২২ শুক্রবার

নতুন বিয়ের খবরে স্যোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। হঠাৎ করে এমন খবরে সবাই উচ্ছ্বসিত।

বৃহস্পতিবার পূর্ণিমার বিয়ের খবর প্রকাশিত হয়। যদিও গত ২৭ মে পাত্র আশফাকুর রহমান রবিন এর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা।

এতদিন সেটি গোপন থাকলেও বৃহস্পতিবার পূর্ণিমা শেয়ার করেছেন বরের সঙ্গে তার বেশ কিছু ছবি। আসুন দেখা্ নেয়া যাক বর কনের আরও ছবি-  

বর্তমানে নবদম্পতি রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন।

পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

করোনা এবং অসুস্থতার কারণে একসঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেননি পূর্ণিমা-রবিন দম্পতি।

চিত্রনায়িকা পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।