দোষী সাব্যস্ত ট্রাম্পের সাবেক সহযোগী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৩ জুলাই ২০২২ শনিবার
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন কংগ্রেস অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।
ক্যাপিটল হিলে গত বছরের দাঙ্গার ঘটনা তদন্তকারী কমিটির কাছে সাক্ষ্য বা নথি দিতে অস্বীকৃতি জানানোর দুটি ছোট অপরাধে শুক্রবার জুরি বোর্ড ৬৮ বছর বয়সী ব্যাননকে দোষী সাব্যস্ত করে রায় দেন।
প্রতিটি অপরাধের জন্যে ব্যাননের এক মাস থেকে এক বছরের কারাদন্ড এবং ১০০ থেকে এক লাখ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
বিচারক কার্ল নিকলস আগামী ২১ অক্টোবর তার সাজা ঘোষণার দিন ঠিক করেছেন।
জুরি বোর্ড তিন ঘন্টা আলোচনা শেষে ব্যাননকে দোষী সাব্যস্ত করে। জুরি বোর্ডে ৮ পুরুষ ও চার নারী ছিলেন।
দেশটিতে ১৯৭৪ সালের পর এ প্রথম কাউকে কংগ্রেস অবমাননায় দোষী সাব্যস্ত করা হলো।
উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালায়। এ ঘটনা তদন্তে প্রতিনিধি পরিষদে যাদের সাক্ষ্য দেয়ার জন্য ডাকেন তাদের মধ্যে স্টিভ ব্যাননও ছিলেন।
প্রতিনিধি পরিষদ এ রায়কে আইনের শাসনের বিজয় হিসেবে উল্লেখ করে বলেছে, কেউ আইনের উর্ধ্বে নয়।
ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার অন্যতম মূল উপদেষ্টা ছিলেন ব্যানন। ২০১৭ সালে তিনি হোয়াইট হাউসের প্রধান কৌশলবিদ হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় দায়িত্ব ছাড়তে বাধ্য হন তিনি।
এসএ/
