ঢাকা, শনিবার   ১৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩১ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ২৫ জুলাই ২০২২ সোমবার

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের নেউলাপাড়ায় সোমবার আল-আমিন (১২) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী বলেন, পাড়া প্রতিবেশি কয়েকজন শিশু সাঁতরে পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া আসার প্রতিযোগিতা শুরু করে। 

এসময় আল-আমিন মাঝপথে গিয়ে পানিতে তলিয়ে গেলে অন্যান্য শিশুরা চিৎকার দেয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেআই//