ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

নোবেলজয়ী ডেভিড ট্রিম্বল আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২ এএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার

শান্তিতে নোবেলজয়ী ডেভিড ট্রিম্বল (৭৭) মারা গেছেন। তিনি ১৯৯৮ সালে উত্তর আয়ারল্যান্ডে গুড ফ্রাইডে চুক্তির অন্যতম উদ্যোক্তা ছিলেন

মঙ্গলবার (২৬ জুলাই) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডেভিড ট্রিম্বলের আলস্টার ইউনিয়নবাদী পার্টি (ইউইউপি) এক বিবৃতিতে বলেছে, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ডেভিড ট্রিম্বল মারা গছেন। তার পরিবার জানিয়েছে, ডেভিড ট্রিম্বল অসুস্থতাজনিত কারণে আজ শান্তিপূর্ণভাবে মারা গেছেন।

গুড ফ্রাইডে চুক্তিতে ভূমিকা রাখার জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ডেভিড ট্রিম্বল। এ চুক্তির ফলে উত্তর আয়ারল্যান্ডে ৩০ বছরের জাতিগত-জাতীয়তাবাদী সহিংসতার অবসান ঘটে। এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়।

ট্রিম্বল এবং আইরিশ জাতীয়তাবাদী নেতা জন হিউম যৌথভাবে ১৯৯৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
এসএ/