ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

শাহবাজ শরীফের ছেলের মুখ্যমন্ত্রিত্ব কেড়ে নিল আদালত

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১০:৫৯ এএম, ২৭ জুলাই ২০২২ বুধবার

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে হামজা শাহবাজকে অবৈধ ঘোষণা করেছে সুপ্রীম কোর্ট। তার জায়গায় বৈধ মুখ্যমন্ত্রী হিসেবে ইমরান খানের পিটিআই সমর্থিত পারভেজ এলাহির নাম ঘোষণা করেছে সর্বোচ্চ আদালত।

উল্লেখ্য গত ২২ জুলাই পাঞ্জাবের পার্লামেন্টে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী নির্বাচনে ১৮৬টি ভোট পান ইমরান খানের পিটিআই সমর্থিত মুসলিম লিগ কিউ এর পারভেজ এলাহি। অপরদিকে হামজা শাহবাজ পান ১৭৯টি ভোট।

তবে পার্লামেন্টর ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারী ভোট কম পাওয়া সত্ত্বেও হামজা শাহবাজকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দেন। কারণ হিসেবে জানান, মুসলিম লিগ-কিউ’র সদস্যরা দলীয় প্রধানের কথার বাইরে গিয়ে পারভেজকে ভোট দিয়েছে। সংবিধান অনুযায়ী যা গ্রহণ যোগ্য নয়। পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে পিটিআই সুপ্রিম কোর্টের দারস্থ হলে ডেপুটি স্পিকারের রায়টিকে বাতিল করা হয়। 

এসবি/