৪ কোটি মেট্রিকটন চালের লক্ষ্য পূরণে কাজ করছে ব্রি (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০০ পিএম, ৩০ জুলাই ২০২২ শনিবার

৪ কোটি ৫ লাখ মেট্রিক টন চাল দরকার হবে ২০৫০ সাল নাগাদ। আর সেই লক্ষ্যে কাজ করছে ধান গবেষকেরা। যাতে দূর হবে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা।
২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এর পরে ২০৫০ সাল নাগাদ দেশের জনসংখ্যা হবে প্রায় ২৫ কোটি। ঐ সময়ে খাদ্যের চাহিদা কিভাবে পূরণ হবে তা ভাবনায় রেখে কাজ করছে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বা বিআরআরআই।
চাহিদা পূরণে উচ্চ ফলনশীল নতুন নতুন ধানের জাত উদ্ভাবন করছেন বিজ্ঞানীরা। উদ্ভাবিত এসব বীজ থেকে হেক্টর প্রতি ১৩ টন ধান উৎপাদন সম্ভব- ধারণা বিজ্ঞানীদের।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর বলেন, লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ বাস্তবায়ন হলে চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত থাকবে চাল।
স্বাধীনতার পর গত ৫০ বছরে ধান গবেষণা ইনস্টিটিউট ১০৮টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে বলেও জানান তিনি।
এনএস//