ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

নিলামে উঠছে মোংলা বন্দরের ১১৫ গাড়ি

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ২ আগস্ট ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৮:৩৬ পিএম, ২ আগস্ট ২০২২ মঙ্গলবার

মোংলা বন্দরে আমদানি হওয়া রিকন্ডিশন্ড ১১৫ গাড়ি নিলামে উঠছে। আগামী ৭ আগষ্ট এই নিলাম অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মত অনলাইন থেকে অংশ নেয়া যাবে। মোংলা কাস্টমস হাউসের নিলাম রাজস্ব কর্মকর্তা মোঃ আবু বাসার সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বাংলাদেশ কাস্টমসের অনলাইন নিলামের ওয়েবসাইটে গিয়ে মোংলা কাস্টমস হাউসের সেকশনে ক্লিক করলে নিলামের তালিকা পাওয়া যাবে। আমদানির পর নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় না হওয়ায় বিভিন্ন মডেলের ১১৫টি গাড়ি নিলামে তুলছে মোংলা কাস্টমস হাউস

রাজস্ব কর্মকর্তা মোঃ আবু বাসার সিদ্দিক আরও বলোন, ‘আগ্রহীরা ১ ও ২ আগস্ট মোংলা বন্দরে গিয়ে নিলামে তোলা গাড়ি দেখার সুযোগ পাবেন। এর মধ্যে আছে হায়েস, টয়োটা, নোয়া, নিশান, এলিয়ন, প্রাডোসহ বিভিন্ন ব্র্যান্ডের ১৫৫টি গাড়ি ও ১০টি আমদানি করা অন্যান্য পণ্য।’ আগামী ৫ আগস্ট সকাল ৯টা থেকে ৭ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত এই নিলামের বিডিং চলবে।

অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ বিডারদের তালিকা প্রকাশ করা হবে। এরপর সর্বোচ্চ দরদাতাকে গাড়ি বুঝিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘এবারের নিলামে প্রথমবারের মতো অনলাইন থেকে অংশ নেয়া যাবে। বাংলাদেশ কাস্টমসের অনলাইন নিলামের ওয়েবসাইটে গিয়ে মোংলা কাস্টমস হাউসের সেকশনে ক্লিক করলে নিলামের তালিকা পাওয়া যাবে। সেখানে রেজিস্ট্রেশন করে গ্রাহকরা অনলাইন নিলামে অংশ নিতে পারবেন।’

মোংলা বন্দর দিয়ে প্রথম গাড়ি আমদানি শুরু হয় ২০০৯ সালের ৩ জুন। প্রথম চালানে এ বন্দর দিয়ে ২৫৫টি রিকনডিশন্ড (ব্যবহৃত) গাড়ি আমদানি করে হক-বে অটোমোবাইল কোম্পানি।

মোংলা কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান বলেন, ‘মোংলা কাস্টমসের মোট রাজস্ব আয়ের শতকরা ৫২ শতাংশ আসে আমদানি করা গাড়ির শুল্ক থেকে। দীর্ঘদিন আমদানি করা গাড়ি বন্দরে পড়ে থাকলে অন্যান্য পণ্য রাখায় সমস্যা তৈরি হয়। তাই আমদানি হওয়া এসব গাড়ি ৯০ দিনের মধ্যে ছাড় করাতে না পারলে সেসব গাড়ি নিলামে তোলা হয় বলে জানান তিনি। 

কাস্টমস কমিশনার নেয়াজুর রহমান আরও বলেন, প্রতি মাসেই গাড়ি নিলামে তোলা হয়। তবে এবারই প্রথমবারের মত অনলাইনে অংশ নিয়ে বিট করতে পারবেন ক্রেতারা।

এসি