ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা, স্বস্তিতে অর্থনীতি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১ পিএম, ২ আগস্ট ২০২২ মঙ্গলবার | আপডেট: ১০:১৬ পিএম, ২ আগস্ট ২০২২ মঙ্গলবার

রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা। লাগাম পড়েছে আমদানির পাগলা ঘোড়ায়। বাড়ছে রপ্তানি আয়। স্বস্তি ফিরছে অর্থনীতিতে। তবে চিন্তার কারণ, বাণিজ্য ঘাটতি ও চলতি হিসাবের ঋণাত্বক ধারা। 

অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স আরো বাড়াতে হবে। রপ্তানি-বাণিজ্যেও আনতে হবে নতুন গতি। 

গত জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ৬০ লাখ ডলার। যা আগের মাসের চেয়ে প্রায় ২৬ কোটি ডলার বেশি এবং ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ। 

স্বস্তির খবর আমদানি বাণিজ্যেও। বাংলাদেশ ব্যাংক বলছে, গেল জুলাই মাসে আমদানির ঋণপত্র খোলার হার কমেছে ৩১ দশমিক ৩২ শতাংশ। এ সময়ে এলসি খোলা হয় ৫৪৭ কোটি ডলারের। যা আগের মাস জুনের চেয়ে ২৪৯ কোটি ডলার কম। 

অর্থনীতিবিদরা বলছেন, আমদানির চাপ কমানোর পাশাপাশি রপ্তানি বাড়ানোর দিকেও জোর দিতে হবে।
   
এদিকে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি হয়েছে ৩৯৮ কোটি ৪৮ লাখ ডলারের পণ্য। যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৭২ শতাংশ বেশি। 

তবুও অর্থনীতিবিদরা বাণিজ্য ঘাটতিকে চিন্তার কারণ বলছেন। ২০২১-২২ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছাড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের তুলনায় ঘাটতি বেড়েছে প্রায় ১০ বিলিয়ন ডলার। 
 
এদিকে, চলতি হিসাবেও বড় ঘাটতিতে দেশ। ছাড়িয়েছে প্রায় ১৯ বিলিয়ন ডলার। ২০২০-২১ অর্থবছরে ঘাটতির পরিমাণ ছিল মাত্র ৫ বিলিয়ন ডলার। 

তবে বৈশ্বিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম কমছে। শিল্পের কাঁচামালের দামও পড়তির দিকে। রপ্তানি ও রেমিট্যান্স ইতিবাচক ধারায় থাকলে ধীরে ধীরে চাপমুক্ত হবে দেশের অর্থনীতি। এমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা। 

এমএম/