ময়মনসিংহে ২০০ লেভেলক্রসিংয়ের ১০৫টিই অরক্ষিত (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৯ এএম, ৩ আগস্ট ২০২২ বুধবার | আপডেট: ১২:১৪ পিএম, ৩ আগস্ট ২০২২ বুধবার
ময়মনসিংহ অঞ্চলে রেলের ২০০ লেভেলক্রসিংয়ের মধ্যে ১০৫টিই অরক্ষিত। নেই গেটম্যান, গেট বেরিয়ার বারও। প্রায়ই দুর্ঘটনায় আতঙ্কিত সবারই দাবি, সবগুলো লেভেল ক্রসিংকেই সুরক্ষিত করা।
গেটম্যান থাকা ৯৫টি লেভেল ক্রসিংয়েরও বেশিরভাগেরই গেট বেরিয়ার বার অকেজো থাকায় ট্রেন এলে তা ফেলা হয় না। পথচারী ও যানবাহনগুলোকে চলতে হচ্ছে মারাত্মক ঝুঁকি নিয়েই।
দুর্ঘটনা এড়াতে দ্রুতই গেটম্যান নিয়োগ ও গেট বেরিয়ার বার স্থাপন বা সচলের দাবি পথচারীদের।
ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনের দাবি করে দায়িত্বপ্রাপ্ত গেটম্যানরা বলছেন, রেলের ব্যবস্থা খুবই নাজুক।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অকার্যকর লেভেল ক্রসিংয়ের তালিকা তৈরির কাজ চলছে বলে জানান বাংলাদেশ রেল ময়মনসিংহের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার।
তিনি বলেন, ‘‘যে যায়গাগুলোতে ট্রাফিক বেশি, অন্তত সেই যায়গাগুলোতে যেন আবার গেট বেরিয়ার হয় এবং গেটম্যানের মাধ্যমে নিরাপদ করা যায়, এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নির্মানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তালিকা তৈরী হচ্ছে।’’
উল্লেখ্য, চট্টগ্রামের মীরসরাইয়ে ভয়াবহ রেল দুর্ঘটনার পর লেভেল ক্রসিং সুরক্ষায় তোরজোড় চলছে।
এমএম/