ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪,   বৈশাখ ২৬ ১৪৩১

তাইওয়ানের আকাশে সন্দেহভাজন ড্রোন, সাইবার হামলা

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০২:১৬ পিএম, ৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০২:৫৬ পিএম, ৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর  দ্বীপটির ওপর দিয়ে সন্দেহভাজন ড্রোন উড়ার খবর জানিয়েছে তাইওয়ান।

বৃহস্পতিবার তাইপেই কর্তৃপক্ষ সন্দেহভাজন ড্রোন উড়ার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাইবার হামলার বিষয়টিও নিশ্চিত করেছে। 

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার রাতে স্পিকার ন্যান্সি পেলোসি দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরে কিনমেন দ্বীপের আকাশে অজ্ঞাত ড্রোনগুলোর উপস্থিতি লক্ষ্য করা যায়। 

উল্লেখ্য, কিনমেন দ্বীপপুঞ্জ চীনের দক্ষিণ-পূর্ব উপকূলে অতি সন্নিকটে এবং অত্যন্ত সুরক্ষিত অঞ্চল।

কিনমেন ডিফেন্স কমান্ডের মেজর জেনারেল চ্যাং জোন সুং বলেন, ‘ড্রোনগুলো জোড়ায় জোড়ায় এসেছিল। রাত ৯টার দিকে কিনমেন এলাকায় দুবার উড়েছিল।’

তিনি আরও বলেন, 'আমরা তখনই ফ্লায়ার জ্বালিয়ে সতর্ক করি এবং ড্রোনগুলো তাড়িয়ে দিই। এরপর, সেগুলো আবার ফিরে আসে। সেগুলো আমাদের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েছিল।'

অজ্ঞাত ড্রোন উড্ডয়নের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে নিশ্চিত করে। বুধবার রাতে সাইবার হামলার পর ওয়েবসাইটটি অস্থায়ীভাবে অফলাইনে চলে যায়।

এসবি/