ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

ক্যান্সার ধরবে পঙ্গপাল? কী বলছেন গবেষকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩ এএম, ৮ আগস্ট ২০২২ সোমবার

প্রথম দিকে ক্যান্সার ধরা পড়ে না। যখন ধরা পড়ে, তখন এতটাই দেরি হয়ে যায় যে, চিকিৎসা করা অত্যন্ত কঠিন হয়ে উঠে। কখনও কখনও কিছুই করার থাকে না চিকিৎসকদের। তাই সময় মতো রোগ নির্ণয় অত্যন্ত জরুরি।

আর এই সমস্যা সমাধানেই নাকি কাজে আসতে পারে পঙ্গপাল। শুনতে অবাক লাগলেও এমনই দাবি করলেন মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষকদের দাবি, পঙ্গপালের মস্তিষ্কে এমন কিছু সংবেদী কোষ রয়েছে, যা ক্যানসার আক্রান্ত ও সুস্থ কোষের মধ্যে ফারাক বুঝতে পারে। 

বিজ্ঞানীদের দাবি, অনেকটা রাসায়নিক গন্ধ শুঁকে বলে দেওয়ার মতো বিষয় এটি। পঙ্গপালের নাকি একেবারে প্রাথমিক স্তরেই ক্যানসার কোষ শনাক্ত করার ক্ষমতা রয়েছে।

তত্ত্বগত ভাবে এই ক্ষমতাকে কাজে লাগিয়ে যদি কোনও যন্ত্র নির্মাণ করা যায়, তবে সেই যন্ত্রে ফুঁ দিলেই বলে দেওয়া যাবে সংশ্লিষ্ট ব্যক্তি বিশেষ কোনও ধরনের ক্যান্সারে আক্রান্ত কি না। গত ১৫ বছর ধরে এমন যন্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছেন গবেষকরা। নতুন এই আবিষ্কারের পর তা তৈরি করা সম্ভব হয় কি না, সেটাই এখন দেখার। সূত্র: আনন্দবাজার

এসি