ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

বঙ্গবন্ধুর উদারতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তান (ভিডিও)

মানিক শিকদার, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪ এএম, ৮ আগস্ট ২০২২ সোমবার | আপডেট: ১১:৪৮ এএম, ৮ আগস্ট ২০২২ সোমবার

ষড়যন্ত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় ১৯৭৪ সালে এ ভুট্টোর ঢাকা সফর। এ সফরের মাত্র ১৪ মাস পর বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। ইতিহাসবিদ ও গবেষকদের মতে বঙ্গবন্ধুর উদারতার সাথে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তান।  

১৯৭১ সালে পাকিস্তান যে শোচনীয় পরাজয় বরণ করেছিল। সেই পরাজয় তারা কখনো হজম করতে পারেনি। ১৯৭৪ সালে ভুট্টো বাংলাদেশ বিরোধী চক্রান্ত নিয়ে ঢাকায় এসেছিলেন। তার একাধিক প্রমাণ উঠে এসেছে বিভিন্ন দলিলে।

সে বছরেই এপ্রিল মাসে ভুট্টো পাকিস্তান সামরিক একাডেমিতে বলেছিলেন উপমহাদেশে শিগগিরই বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে।

ভুট্টোর অন্যতম সফরসঙ্গী পাকিস্তানের খ্যাতনামা সাংবাদিক জেড এ সোলেরি পাকিস্তানে ফিরে গিয়ে বলেছিলেন যতদিন শেখ মুজিব জীবিত থাকবেন, ততদিন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নত হবে না। 

১৯৭৫ সালের ১৪ আগস্ট পাকিস্তানের সামরিক গোয়েন্দা বাহিনীর বড় কর্তারা সারারাত অফিস করে বঙ্গবন্ধু হত্যার অগ্রগতি পর্যবেক্ষণ করছিলেন এবং হত্যার পরপরই পাকিস্তান সরকার নিয়ন্ত্রিত বেতার, টেলিভিশন এবং গণমাধ্যমে প্রচার করা হয় বঙ্গবন্ধু হত্যার খবর।

১৫ আগস্ট বিষয়ে পাকিস্তান সরকারের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল আনন্দে ভরা। খন্দকার মোশতাকের সরকারকে আশ্বস্ত করেন যে ভারতীয় কোন সামরিক হস্তক্ষেপ ঘটলে পাকিস্তান তাদের পক্ষে দাঁড়াবে। 

এএইচ