ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

শস্য নিয়ে ইউক্রেনের বন্দর ছেড়েছে আরও ২ জাহাজ

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০২:৫১ পিএম, ৮ আগস্ট ২০২২ সোমবার

শস্য নিয়ে সোমবার ইউক্রেনের বন্দর ছেড়েছে আরও দুই জাহাজ। সম্প্রতি হওয়া শস্য রপ্তানি চুক্তির অধীনে এ জাহাজগুলো গন্তব্যের উদ্দেশে বন্দর ছাড়ল। 

তুর্কিয়ের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইউক্রেনের বন্দর হয়ে শস্য রপ্তানি অব্যাহত রয়েছে।

খবরে বলা হয়, দুই জাহাজের একটি সাকুরা। এতে বহন করা হচ্ছে ১১ হাজার টন সয়াবিন।  ইউক্রেন বন্দর থেকে যাত্রা শুরু করা এ জাহাজ যাবে ইতালি। অপর জাহাজ আরিজোনা ছেড়েছে ক্রোনোমোর্স্ক থেকে। এ জাহাজে বহন করা হচ্ছে ৪৮ হাজার ৪৫৮ টন ভুট্টা। যার গন্তব্য তুর্কিয়ের ইস্কেন্ডারুন।

এর আগে শস্য নিয়ে রোববার ইউক্রেনের বন্দর ছেড়েছিল চারটি জাহাজ। এগুলো ইস্তান্বুলে পৌঁছাবে সোমবার সন্ধ্যায় এবং পরীক্ষা করে দেখা হবে মঙ্গলবার।

ইউক্রেনের বন্দর হয়ে পুনরায় শস্য রপ্তানি চালুর বিষয়ে ২২ জুলাই তুর্কিয়ে, জাতিসংঘ, রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি সই করে। এসব বন্দর হয়ে ২৪ ফেব্রুয়ারির পর থেকে শস্য রপ্তানি বন্ধ ছিল।

এসবি/