ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. শহীদ নামের (৩০) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ছাতারপাইয়া ইউনিয়নের কালারাইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শহীদ ওই গ্রামের গোলাপ রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলযোগে ছাতারপাইয়া বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন শহীদ। পথে তার মোটরসাইকেলটি কালারাইছা এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে আহত হন শহীদ।
পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার ভোরে ওই হাসপাতালে শহীদ মারা যান।
বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএইচ