ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ২ ১৪৩১

শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মেডিটেশন শীর্ষক আলোচনা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৫:০২ পিএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার

শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মেডিটেশন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) রাজশাহীর দূর্গাপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে আলোচনা উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. এম জাহাঙ্গীর আলম।

আলোচক তার বক্তব্যে শারীরিক ও মানসিকভাবে সুস্থতার জন্য স্ট্রেস মুক্ত থাকা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং সফলতার জন্য আত্নবিশ্বাসের উপর জোর দেন। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা শুদ্ধাচার বই প্রকাশের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সহকারী কমিশনার (ভূমি) দূর্গাপুর শুভ দেবনাথ ভবিষ্যতে এ ধরনের আরও বেশি বেশি প্রোগ্রাম করার জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতি অনুরোধ রাখেন। 

উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ১৩০ জন অংশগ্রহণকারীকে কোয়ান্টাম মেথডস অ্যাপ সম্পর্কে অবহিত করা হয় এবং প্রোগ্রাম শেষে বেশ কিছু সংখ্যক অংশগ্রহণকারী অনুষ্ঠান স্থলেই অ্যাপস ডাউনলোড করেন।
কেআই//