ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

নবাবগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ১২ আগস্ট ২০২২ শুক্রবার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবাবগঞ্জ থানার এস আই মো. ছামিউল ইসলাম জানান, উপজেলার কৈলাইল ইউনিয়নের উত্তর কৈলাইল এলাকার একটি জমির উচু ভিটা থেকে শুক্রবার দুপুর দেড়টায় লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত মো. রাজিব (১৯) ওই এলাকার মো. সেন্টু মিয়ার ছেলে। ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) চালিয়ে জীবনধারণ করতো। 

এসআই ছামিউল জানান, ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের গলায় বৈদ্যুতিক তার পেছানো ছিল। তাকে তার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে। তদন্ত চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
কেআই//