ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

তিন বছর পর দলে ফিরলেন সাব্বির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ১৩ আগস্ট ২০২২ শনিবার

সাব্বির রহমান রুম্মন

সাব্বির রহমান রুম্মন

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যে দলে তিন বছর পর ঠাঁই পেয়েছেন সাব্বির রহমান রুম্মন। 

এক সময় দেশের অন্যতম হার্টহিটার ব্যাটার হিসেবে পরিচিতি পেয়েছিলেন রাজশাহীর এই ক্রিকেটার। যদিও দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থেকে যান এই তারকা।

বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে খেলেছিলেন সাব্বির। ওই ম্যাচে মাত্র ১ রান করে আউট হন এই মারকুটে। এরপরেই ব্রাত্য হয়ে পড়েন জাতীয় দলে।

২০১৪ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর এ পর্যন্ত ৪৪টি ম্যাচ খেলেছেন সাব্বির। ৪৩ ইনিংসে ১২০.৮১ স্ট্রাইকরেটে রান করেছেন ৯৪৬টি। যেখানে গড় ২৪.৮৯। পছন্দের এই ফরম্যাটে তার সর্বোচ্চ ইনিংস ৮০ রানের।

শুক্রবার বিকেলে ঘোষিত ১৭ সদস্যের এই দলে আছেন ইনজুরি আক্রান্ত নুরুল হাসান সোহানও। যদিও অস্ত্রপচারের পর বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। 

এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, তার সম্পর্কে বিসিবির কাছে পজিটিভ রিপোর্ট রয়েছে। সে কারণেই উইকেটরক্ষক এ ব্যাটারকে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।

এদিকে, টেস্টের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্বভারও তুলে দেয়া হয়েছে সাকিব আল হাসানের কাঁধে। তিনি নেতৃত্ব পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

এশিয়া কাপে বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, পারভেজ হোসাইন ইমন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসাইন, শেখ মাহেদী হাসান, মেহেদী  মিরাজ, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসাইন, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান।

এছাড়াও ১৭ সদস্যের এই দলে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন আরও চার ক্রিকেটার। যদিও এখনই তাদের নাম প্রকাশ করতে অপরাগতা জানান বোর্ড কর্তারা।

এনএস//