ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫,   ভাদ্র ৪ ১৪৩২

হাতুড়িপেটায় আহত কিশোরের মৃত্যু, বাড়িঘর ভাংচুর

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫২ এএম, ১৫ আগস্ট ২০২২ সোমবার | আপডেট: ০৯:৫৩ এএম, ১৫ আগস্ট ২০২২ সোমবার

নড়াইলে প্রতিপক্ষের হাতুড়িপেটায় গুরুতর আহত কিশোর জুয়েল ভূঁইয়া (১৬) মারা গেছেন। জুয়েলের মৃত্যুর পর আসামিপক্ষের বাড়িঘর ভাংচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে পুলিশ।

রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জুয়েল নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামের পান্নু ভূঁইয়ার ছেলে। 

নিহতের চাচাতো ভাই আল আমিন জানান, আধিপত্য বিস্তার নিয়ে কর্মচন্দ্রপুর গ্রামে সিকদার ও ভূঁইয়া বংশের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন গত ৯ আগস্ট সকালে ভ্যানযোগে জুয়েল স্থানীয় মাদরাসা বাজারে যাওয়ার পথে বেতভিটা এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের ইয়াসিন, ফিরোজসহ অন্তত ছয়জন তাকে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করেন। 

জুয়েলকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মুত্যু হয়েছে। 

জুয়েল মাদরাসা বাজারে সবজি দোকানের কর্মচারি ছিল। তার বাবা পান্নু ভূঁইয়া গরিব কৃষক। জুয়েল বেতভিটা বিবিএস দাখিল মাদ্রায় অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। আর্থিক অনটনের কারণে পড়ালেখা বাদ দিতে হয়েছে।

এদিকে জুয়েলের মৃত্যুর পর আসামিপক্ষের ২০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

নড়াইল সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান জানান, জুয়েলের মৃত্যুর ঘটনায় বিক্ষুদ্ধরা কয়েকটি বাড়ি ভাংচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয় রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। এছাড়া আইন-শৃংখলা পরিস্থিতির বিঘ্ন ঘটায় এবং সরকারি কাজে বাঁধা দেয়ায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে, জুয়েলের ওপর হামলার ঘটনায় তার চাচা বাদি হয়ে ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে জুয়েলকে মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে চারজন জামিনে এবং একজন কারাগারে আছেন।

এএইচ