ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫,   ভাদ্র ৪ ১৪৩২

শোক দিবসে লক্ষ্মীপুরে রক্তদান কর্মসূচি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫২ এএম, ১৫ আগস্ট ২০২২ সোমবার

জাতীয় শোকদিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। সংগৃহীত রক্তগুলো বিভিন্ন হাসপাতালে থাকা মুমূর্ষু রোগীদের প্রদান করা হবে।

সোমবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে নিজে রক্তদানের মধ্যে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে স্বেচ্ছাসেবীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয়। 

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পৌর মেয়রের বাসভবন প্রাঙ্গনে জনতার ঘরে সভার আয়োজন করা হয়। 

এছাড়া মধ্যাহৃভোজের আয়োজন করা হয়েছে। কয়েক হাজার লোকের জন্য এ আয়োজন করা হয়।

এএইচ