ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

কাশ্মীরে বাস খাদে পড়ে ৬ সীমান্ত পুলিশ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার

জম্মু ও কাশ্মীরের পাহালগামে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) সদস্যদের বহনকারী একটি গাড়ি খাদে পড়ে গিয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

অমরনাথ যাত্রার নিরাপত্তার স্বার্থে এই আইটিবিপি পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছিল। ডিউটি শেষে বাসে করে গন্তব্যে যাচ্ছিলেন তারা। সেই সময় পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, বাসে ৩৯ জন সদস্য ছিলেন। এর মধ্যে ৩৭ জন আইটিবিপি এবং ২ জন জম্মু ও কাশ্মীর পুলিশের। বাসের ব্রেক ফেল করার জেরে পাহলগামের চন্দনওয়াড়িতে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। 

বর্তমানে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। দুর্ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। এদিকে আহতদের এযারলিফ্টে করে শ্রীনগরে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আহত জওয়ানদের চিকিৎসা হবে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বাসে থাকা জওয়ানরা অমরনাথ যাত্রার দায়িত্ব সেড়ে ফিরছিলেন। আইটিবিপি কমাণ্ডোদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধার অভিযানের জন্য। 

এর আগে গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় একটি মিনি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ১৮ জন আহত হয়। বাসের বেশির ভাগই ছিল ছাত্র। 

মিনিবাসটি বারমিন থেকে উধমপুরের দিকে যাচ্ছিল। তখন হঠাৎ চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি ঘোরডি গ্রামের কাছে একটি খাদে পড়ে যায়। সূত্র- হিন্দুস্তান টাইমস।

এনএস//