ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

আলজেরিয়ায় দাবানলে ২৬ জনের মৃত্যু

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৯:৪৪ এএম, ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩৭ এএম, ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

উত্তর আলজেরিয়ার বনাঞ্চলে দাবানলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ১২ জন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিবিসি জানায়, আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেল্ডজৌদ বলেছেন, দাবানলে তিউনিসিয়ার সীমান্তবর্তী এল তারফে ২৪ জন এবং সেতিফে মা ও মেয়ে মারা গেছেন।

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, এল তারফের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এই এলাকার ১৬টি স্থানে আগুন লেগেছে।

উল্লেখ্য, আলজেরিয়ার গত বছর দাবানলে ৯০ জন মারা যান। 

গত আগস্টে, বেলদজউদ আলজেরিয়ার কাবাইল অঞ্চলে আগুনের অভিযোগ করেন। বুধবারের এ ঘটনায় এই গ্রীষ্মে দাবানলে আলজেরীয়দের মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩০ জনে।

সম্প্রতি ভূমধ্যসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ দাবানলের তাণ্ডব দেখেছে। বিশেষ করে ইউরোপের ফ্রান্স, গ্রীস, পর্তুগাল, স্পেন এবং ইতালি সবকটি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ভয়াবহ দাবানলে।

এসবি/