ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

‘অনেক কামিয়েছেন, এ বার বিশ্রাম করুন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

বলিউডে রাজত্ব করছেন তিন খান। শাহরুখ, সালমান, আমির- তিন খানকেই আর সহ্য করতে পারছে না দেশ? আমির খানের ‘লাল সিংহ চড্ডা’, অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’-এর পর ডোবার আশঙ্কা শাহরুখ খানের ‘পাঠান’-এরও।

সিনেমাটি মুক্তি পাবে পরের বছর। তার আগেই বয়কটের ডাক ওঠেছে পঠানের ক্ষেত্রেও। 

শাহরুখের এক পুরনো বক্তব্যের জেরেই নাকি নতুন করে সমস্যার সূত্রপাত। সেই ভিডিও সম্প্রতি সামনে এনেছেন এক দল সমালোচক।

কী বলেছিলেন শাহরুখ? শোনা যায়, দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলেছিলেন তিনি। ভিডিযও বন্দি এক সাক্ষাৎকারে হিন্দি ছবির মন্দা প্রসঙ্গে বাদশাকে বলতে শোনা যায়, ‘দেশে বেশিমাত্রায় অসহিষ্ণুতার ছবি ধরা পড়ছে। ক্রমশই এটা বাড়ছে।’

সেই ভিডিও নিমেষে ভাইরাল হতে সমালোচনার মুখে পড়েন শাহরুখ। এক দল বললেন, ‘এতই যখন অসহিষ্ণুতা, শাহরুখ খান দেশ ছেড়ে চলে যাচ্ছেন না কেন?’

আর এক দলের বক্তব্য, ‘খেলা শেষ। সালমান, শাহরুখ, আমির- তিন খানই যথেষ্ট কামিয়েছেন। এ বার বিশ্রাম করুন।’

যদিও এ ধরনের নেতিবাচক মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন শাহরুখের অনুরাগীরা। অহেতুক নেতিবাচক প্রতিক্রিয়া না জানানোর অনুরোধ রাখলেন তারা। এক ভক্ত লিখলেন, ‘গোটা ভারত অপেক্ষা করছে ‘পাঠান’-এর জন্য!’ সূত্র: আনন্দবাজার

এসি