ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩০ ১৪৩১

ফল বিড়ম্বনার অপর নাম রাবির আইন বিভাগ

রাবি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

সবুজ মিয়া (ছদ্ম নাম) আইন বিভাগের একজন শিক্ষার্থী। ২০১৬-১৭ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ভর্তির পর ৬ বছর পেরিয়ে গেলেও এখনো অনার্স শেষ হয়নি। চলতি বছর ২৫ এপ্রিল চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। তবে সঠিক সময়ে ফল প্রকাশ না হওয়ায় নানা ভোগান্তিতে পড়ছেন তারা। 

শুধু তিনিই নন একই বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ হয়ে ৮ মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশ হয়নি।

চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ফল প্রকাশ না হওয়ায় তারা বিভিন্ন চাকরি ও প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। এছাড়া জানুয়ারি মাসে বার কাউন্সিলের পরীক্ষা আছে সেটির জন্য ছয় মাস কোর্টে প্রাকটিস থাকা লাগে কিন্তু ফলাফল প্রকাশ না হওয়ায় সেটিও সম্ভব হচ্ছে না। অন্যদিকে দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়ায় সেশন জোটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৫ এপ্রিল চতুর্থ বর্ষের লিখিত পরীক্ষা শেষ হয়। পরবর্তীতে ১২ মে ভাইভা সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী লিখিত পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের আইন থাকলেও ফলাফল প্রকাশে ব্যর্থ হয়েছে আইন বিভাগ।

আরো জানা যায়, গত বছরের ২১ অক্টোবর ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ওই বছরের ১৮ই নভেম্বর। সর্বশেষ ভাইভা সম্পন্ন হয় পহেলা ডিসেম্বর।

ক্ষোভ প্রকাশ করে চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী বলেন, আমাদের আগের ব্যাচের লিখিত পরীক্ষা ১১ এপ্রিল শেষ হয়েছিলো। ১ জুন তাদের আনঅফিশিয়াল ফল প্রকাশ করেছিলো এবং ১৩ জুন অফিশিয়াল ফল প্রকাশ করেছিলো। কিন্তু আমাদের ৩ মাস হয়ে গেলেও এখনো ফল প্রকাশ হয়নি। ফলাফল প্রকাশ না হওয়ায় আমরা অনেক প্রতিযোগীতামূলক পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছি। অতি দ্রুত ফলাফল চাই।

দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী বলেন, দীর্ঘ দিনে ফলাফল না হওয়ার ফলে আমারা সেশন জোটের মধ্যে পড়তে পারি। এছাড়া আর কিছু দিন তৃতীয় বর্ষের পরীক্ষা ডেট হবে কিন্তু আগের বর্ষের ফলাফলই প্রকাশ হয়নি। পরীক্ষার আগে ফলাফল প্রকাশ হলে আর কোনো কোর্সের ইম্প্রুভমেন্ট থাকলে সেটি নিয়ে ঝামেলায় পড়তে হবে। তাই অতি দ্রুত ফলাফল প্রকাশের দাবি জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন বলছেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুসারে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে।

চতুর্থ বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন বলেন, আমাদের রেজাল্টের কাজ চলছে। আমরা আশা করছি ১০ দিনের মধ্যেই ফল প্রকাশ হয়ে যাবে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে আইন বিভাগের সভাপতি ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান বলেন, দ্বিতীয় বর্ষের পরীক্ষার খাতা দেখার দায়িত্বে থাকা একজন শিক্ষক অসুস্থ থাকার কারণে দেরি হয়েছে। আমরা দ্রুতই ফল প্রকাশ করবো। চতুর্থ বর্ষের রেজাল্টের বিষয়ে বলেন, আমরা এই বর্ষের ফলও দ্রুত প্রকাশ করবো।

এসি