ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

রণবীরকে নিয়ে শাহরুখের মন্তব্য ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮ এএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার

বলিউড অভিনেতা রণবীর সিংকে নিয়ে কথা উঠেছিল আগেও। তখনও অনাবৃত ফোটোশুটের মতো দুঃসাহসী পদক্ষেপ নেননি তিনি। করন জোহরের সঙ্গে কফির আড্ডায় শাহরুখ খান বলেছিলেন, রণবীর যদি কখনও গ্রেফতার হন তাহলে তা পোশাক-আশাকের জন্যই হবে। 

বহু পুরনো সেই ভিডিও ক্লিপ ভাইরাল হতে রণবীর-বিতর্ক উস্কে উঠল আবার।

‘কফি উইথ করন’-এ সেবার অতিথি ছিলেন শাহরুখ খান। করন জোহরের সঙ্গে র‍্যাপিড ফায়ার রাউন্ডে বলিউড বাদশাকে বলতে শোনা যায়, “পোশাক পরা বা না পরা দু’টির মধ্যে যেকোনও একটি কারণে রণবীরকে থানায় যেতে হতে পারে।”

সেই কথাই মিলে গেল অক্ষরে অক্ষরে। অশ্লীলতার দায়ে রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক নারী আইনজীবী। সেই অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে ডেকে পাঠায় মুম্বাই পুলিশ।

এক ফ্যাশন পত্রিকার জন্য অনাবৃত হয়ে বিভিন্ন ভঙ্গিতে ফোটোশুট করেন রণবীর। জুলাই মাসে এমন এক গুচ্ছ ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক। সাহসিকতা না অপরাধ, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। রণবীরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দায়ের হয় থানায়। এর পরিপ্রেক্ষিতেই আগামী ২২ আগস্টের মধ্যে তাকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ।

এই পরিস্থিতিতে শাহরুখের পুরনো ভিডিও সামনে আসায় আবারও আগুনে ঘি পড়ল। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/