ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ২১ আগস্ট ২০২২ রবিবার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের খঞ্জনা গ্রামে রোববার বেলা সাড়ে ১১টায় পুকুরের পানিতে পড়ে আইনুল হকের ১৮ মাস বয়সী ছেলে আবদুল্লাহ মুসারল্লিনের করুণ মৃত্যু হয়েছে। 

স্থানীয়রা জানান, বাড়ির উঠানে খেলতে দিয়ে শিশুটির মা গরুর জন্য ঘাস কাটতে মাঠে যায়। এক পর্যায়ে শিশুটি সবার অগোচরে বাড়ির পাশে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। ঘন্টা খানেক পর শিশুটির মা বাড়িতে এসে সন্তানকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশে থাকা পুকুরে শিশুটিকে ভাসতে দেখতে পেয়ে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেন।
 
এসময় এলাকার লোকজনের সহযোগিতায় শিশুটিকে পুকুর থেকে তুলে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।
কেআই//