ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩১ ১৪৩১

ডিলারদের ডাকা ধর্মঘট প্রত্যাখান সিরাজগঞ্জ জেলা সমিতির

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০২:৪০ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার

রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে তেলপাম্প ডিলার ও ওনারর্স অ্যাসোসিয়েশনের ডাকা সকাল-সন্ধ্যা প্রতিকী ধর্মঘট প্রত্যাখান করেছে সিরাজগঞ্জ জেলা সমিতি।

সোমবার (২২ আগস্ট) সকাল থেকেই বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে তেল উত্তোলন স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে জেলার সকল পেট্রোল পাম্প। ফলে প্রতিকী ধর্মঘটের কোন প্রভাব পরেনি সিরাজগঞ্জে।

জানা গেছে, ওয়েল ডিপো থেকে বিভিন্ন জেলার ট্যাং-লরি প্রতিদিনের মতোই তেল উত্তোলন করছে। এবিষয়ে শ্রমিকরা জানিয়েছে, মালিকরা তেল নিতে বলেছে তাই আমরা তেল তুলছি।

এবিষয়ে সিরাজগঞ্জ জেলা তেলপাম্প ডিলার ও ওনারর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ শেখ জানিয়েছে,‌ কোন ধরনের সমন্বয় ছাড়াই বিভাগীয় কমিটি প্রতিকী ধর্মঘটের ডাক দেয়। কি কারণে কেনো এই ধর্মঘট সেটা আমরা জানিনা। তেল একটা গুরুত্বপুর্ণ বিষয় হুটহাট করে ধর্মঘট দিয়ে মানুষকে দুর্ভোগে ফেলা ঠিক না।

তিনি আরও জানান, আমরা এই ধর্মঘট মানি না। একই কথা বলেছেন জেলার অন্যান্য মালিকরাও।

আরএমএ/এএইচ