র্যাবের অভিযান: অনিবন্ধিত ঔষধ মজুদ করায় ৭ লাখ টাকা জরিমানা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার

রাজধানীর দারুসসালাম ও ঢাকা জেলার সাভার এলাকার ২টি পৃথক ঔষধ ফার্মেসিতে অনিবন্ধিত ঔষধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে নজরুল ইসলাম সহকারী পরিচালক ও কামরুল হাসান ঔষধ প্রশাসন পরিদর্শক, ঔষধ প্রশাসন অধিদফতর, ঢাকার সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২১ আগস্ট (রোববার) দুপুর থেকে রাত এ অভিযান চলে।
ঢাকা মহানগরীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় ও সাভারের আমিন বাজার এলাকায় অনিবন্ধিত ঔষধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে এই দুটি ফার্মেসির মালিক ও ম্যানেজারকে অর্থদণ্ড প্রদান করা হয়।
হাজী ফার্মেসীর ব্যবস্থাপক হাজী মাহবুব মোর্শেদকে (৩০) ২ লাখ টাকা এবং মোহাম্মদ বিন ফার্মা’র মালিক মো. মাদুদুল ইসলামকে (৩০) ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র্যাবের এ ধরনের অনিবন্ধিত ঔষধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয় কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এসএ/