ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

দ্বিতীয়বারের মত কোভিড আক্রান্ত অমিতাভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬ এএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার

উদ্বেগ বাড়িয়ে আবারও কোভিডে আক্রান্ত হলেন অমিতাভ বাচ্চন। দ্বিতীয়বার কোভিডে আক্রান্ত হবার কথা তিনি নিজেই টুইট করে জানিয়েছেন। 

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে টুইটে অমিতাভ বাচ্চন লিখেছেন, “এইমাত্র জানলাম কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। বিগত কিছুদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের অনুরোধ করব কোভিড পরীক্ষা করিয়ে নিতে।”

তবে করোনার কোনও উপসর্গ দেখা গিয়েছে কিনা, শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানাননি বলিউডের এই সেরা অভিনেতা। জানা যায়, আপাতত বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। 

এর আগে ২০২০-র জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তখন অভিনেতাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দু’সপ্তাহের বেশি চিকিৎসাধীন ছিলেন সিনিয়র বাচ্চন। সেসময় অমিতাভ কোভিডে আক্রান্ত হওয়ার আগের দিনই অভিষেক বাচ্চনের করোনা রিপোর্ট-ও পজিটিভ আসে। আক্রান্ত হন ঐশ্বর্য রাই বাচ্চনও।

আপাতত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৪তম সংস্করণের শুটিং করছিলেন অমিতাভ। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে শুটিং স্থগিত রাখতে হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। 
সূত্র: জি২৪ঘণ্টা
আরএমএ/ এসএ/