ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫,   ভাদ্র ৫ ১৪৩২

৫৪ নদীর পানি বণ্টন ইস্যুতে আলোচনা ফলপ্রসূ: জাহিদ ফারুক

সাইদুল ইসলাম

প্রকাশিত : ১০:১৬ পিএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার

এক যুগ পর অভিন্ন ৫৪ নদীর পানি বণ্টন ইস্যুতে ফলপ্রসু আলোচনা হয়েছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকে। সেপ্টেম্বরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে কুশিয়ারাসহ কয়েকটির নদীর পানি বণ্টনে সমঝোতা সই হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। আর তিস্তার বিষয়ে ভারতকে চাপ দেয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

ভারত-বাংলাদেশের অভিন্ন নদ-নদীর পানিবণ্টন অনেক দিন ধরেই অমিমাংসিত বিষয়। এমন অবস্থায় ১২ বছর পর যৌথ নদী কমিশনের বৈঠকটি ছিলো বেশ আন্তরিক পরিবেশে। আগামীতে প্রতিবছর এমন বৈঠক হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

৫৪ অভিন্ন নদী নদীর ন্যায্য হিস্যা বুঝে পাবে বাংলাদেশ। এরইমধ্যে কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক পানি সুবিধা পাচ্ছে বাংলাদেশ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত আসবে।  

বাংলাদেশের সঙ্গে আলোচনা ছাড়া হিমালয় হতে প্রবাহিত নদীগুলোতে অন্তর্বর্তী সংযোগ করবে না ভারত- এমন কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বন্যার বিষয়ে ৫ দিন আগেই পূর্বাভাস দেবে দেশটি।

তবে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীর অনড় অবস্থানের কারণেই তিস্তা চুক্তি হচ্ছে না- বলেও জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী।

এনএস//