ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

বরিশালে ওএমএস কার্যক্রমের উদ্বোধন, খুশি সাধারণ মানুষ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

সারাদেশের সঙ্গে একযোগে বরিশালেও খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দোকানের চেয়ে অর্ধেক দামে চাল এবং আটা পাওয়ায় খুশি সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল নয়টায় বঙ্গবন্ধু উদ্যানে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। 

প্রতিজনে ৫ কেজি চাল ও ৩ কেজি করে আটা দেওয়া হচ্ছে যথাক্রমে ৩০ এবং ১৮ টাকা কেজি দরে। 

যাদের টিসিবি কার্ড আছে তাদের পাশাপাশি সাধারণ নাগরিকদের এই চাল ও আটা দেয়া হচ্ছে।

উদ্বোধন কালে বিভাগীয় কমিশনার বলেন, সরকারের এই জনবান্ধন কর্মসূচির চাল ও আটা দেয়া হচ্ছে বরিশাল নগরীর ২১টি কেন্দ্রে এবং বিভাগে এই কেন্দ্র সংখ্যা ১৫৪টি। যতদিন পর্যন্ত সরকার চাল সরবরাহ করবে ততদিন পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

কম টাকায় চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা। তারা বলছেন, দোকানের চেয়ে অর্ধেক দামে এই চাল এবং আটা পাওয়ায় জীবন চলাতে সহায়ক হবে।

এএইচ