ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৬ ১৪৩২

হাতিয়ায় ইয়াবাসহ যুবক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পূর্ব লক্ষ্মিদিয়া এলাকায় অভিযান চালিয়ে আরিফ (৩২) নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ৯০২ পিস ইয়াবা জব্দ করা হয়।

শনিবার দিবাগত রাতে পূর্ব লক্ষ্মিদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আরিফ হাতিয়া উপজেলার মধ্যম লক্ষ্মিদিয়া গ্রামের ইব্রহিমের ছেলে।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার পূর্ব লক্ষ্মিদিয়া এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন হাতিয়ার একটি দল। এসময় মাদক বিক্রিকালে ৯০২ পিস ইয়াবাসহ আরিফকে হাতেনাতে আটক করা হয়। মাদক কারবারি আরিফরে বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. (বিএন) কে এম শফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোস্টগার্ডের এ অভিযান অব্যহত থাকবে।
কেআই//