ঢাকা, মঙ্গলবার   ০২ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ১৭ ১৪৩২

আলোচনার মাধ্যমে অমিমাংসীত সমস্যার সমাধান হবে: প্রধানমন্ত্রী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪ এএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার | আপডেট: ১১:২৫ এএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

ভারতকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসাবে বর্ণনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

প্রধানমন্ত্রীর সম্মানে ভারতে বাংলাদেশের হাইকমিশনার আয়োজিত সংবর্ধনা কাম নৈশভোজ অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রীকে উদ্বৃত করে প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, “ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী ও বন্ধু দেশ এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে।”

তিনি আরো বলেন, “রাজনৈতিক কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের আলাদা সম্পর্ক রয়েছে। কারণ ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ভারত সম্পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।”

তিনি বলেন, “আমাদের সমস্যা থাকতে পারে কিন্তু আলোচনার মাধ্যমে যে কোন সমস্যারই সমাধান করা যায়।”

প্রধানমন্ত্রী সোমবার সকালে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসেন।
সূত্র: বাসস
এসএ/