ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   চৈত্র ৩১ ১৪৩১

ভিয়েতনামে বারে আগুন, মৃত্যু বেড়ে ৩২

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৮:৫৬ এএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

দক্ষিণ ভিয়েতনামের একটি কারাওকে বারে আগুন লাগার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে।  

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে দেশটির বাণিজ্যিক কেন্দ্র হো চি মিন সিটির উত্তরে থুয়ান আন শহরের একটি জনাকীর্ণ আবাসিক এলাকায় অবস্থিত কারাওকে বারের ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। 

বুধবার ( ৭ সেপ্টেম্বর) গণমাধ্যম সূত্রে জানা যায়, কারাওকে কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের অফিসিয়াল মুখপত্র কং আন নান ড্যান সংবাদপত্র বলেছে, “অগ্নিকাণ্ডে ৩২ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের ১৭ জন পুরুষ এবং ১৫ জন নারী।”

গণমাধ্যম একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের খোঁজে অনুসন্ধান শেষ হয়েছে। 
এদিকে জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের সময় বারে প্রায় ৬০ জন লোক ছিলেন। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, আগুনটি বারের দ্বিতীয় তলায় শুরু হয় এবং এরপর দ্রুতই তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। ভবনের এই অংশটি দাহ্য পদার্থে পূর্ণ ছিল।

আগুন ছড়িয়ে পড়ার পর অনেক গ্রাহক এবং বারের কর্মচারী (বেশিরভাগই নারী) আতঙ্কিত হয়ে পড়েন এবং ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে মাটিতে লাফ দেন। আর এর ফলে অনেকে আহত হন। এছাড়া অগ্নিকাণ্ডের পর শ্বাসরোধে অজ্ঞান হওয়া অনেককে উদ্ধার করা হয়েছে।
প্রথমদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর তাৎক্ষণিকভাবে প্রাণহানির সংখ্যা ১২ বলে জানানো হয়েছিল।

সূত্রঃ আল আরিবিয়া নিউজ
আরএমএ