ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারে হামলার ২১ বছর

আজহারুল ইসলাম

প্রকাশিত : ০৪:০২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার

যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারে হামলার ২১ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১  সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করে হামলা চালায় জঙ্গি সংগঠন আল-কায়েদা। এ ঘটনায় নিহত হয় প্রায় তিন হাজার মানুষ।  

২০০১ সালের ১১ সেপ্টেম্বর। তখনও ভোরের আলো পুরোপুরি ফোটেনি। বাণিজ্যিক বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে হামলা চালায় সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা। 

প্রথম বিমানটি আঘাত হানে নর্থ টাওয়ারে। দ্বিতীয় বিমানটি সাউথ টাওয়ারে। দুটি ভবনেই আগুন ধরে যায়। ভবন দুটির ওপরতলায় মানুষজন আটকা পড়েন।

শহরের আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুন্ডুলী। দুটি টাওয়ার ভবনই ছিল ১১০ তলা। মাত্র দুই ঘণ্টার মধ্যে দুটি ভবনই বিশাল ধুলার ঝড় তুলে ভেঙে গুঁড়িয়ে পড়ে। প্রাণ হারান কয়েক হাজার মানুষ।

এই ভয়াবহতা দেখে কেঁপে ওঠে পুরো বিশ্ব। হামলার সাথে সাথেই যুক্তরাষ্ট্রের সন্দেহ গিয়ে পড়ে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ওপর।

মাত্র ৯০ মিনিটের ব্যবধানে সংঘটিত এই সন্ত্রাসী হামলা, বদলে দেয় পুরো বিশ্বকেই। এই সন্ত্রাসী হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্র ইতিহাসের দীর্ঘতম যুদ্ধে জড়ায়। এই হামলা শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে একতাবদ্ধ করেনি বরং নিরাপত্তা, অভিবাসন নীতিও বদলে দিয়েছে।

সেই হামলার সাথে জড়িত আসামি খালিদ শেখসহ আরও চারজন অভিযুক্ত এখনও কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে বন্দি। অসংখ্যবার পিছিয়েছে তাদের বিচার কার্যক্রম। 

সর্বশেষ গত মাসে শুনানিও পিছিয়ে দেয়া হয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন হামলার শিকার প্রায় তিন হাজার মানুষের স্বজনরা। তবে, যুক্তরাষ্ট্রে একদিন এটার সুবিচার হবে, এমনটাই আশা তাদের।

এসবি/