ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার | আপডেট: ০৫:৩৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার

ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১১ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এরপর সমুদ্র উপকূল থেকে প্রায় ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
জানা গেছে, সুমাত্রার পশ্চিমে মেনতাওয়াই দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় এটির কেন্দ্র ছিল ২৭ কিলোমিটার গভীরে। তবে এতে সুনামির কোনো ঝুঁকি নেই।
দেশটির দুর্যোগ প্রশমন বিভাগ জানায়, ভূমিকম্পের সময় মাথায় কাঠ পড়ে একজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে রয়েছে একটি স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র।
গতকালও (১০ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অন্তত চারটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২ পর্যন্ত।
এসবি/