ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

ফুল মিয়াকে পিটিয়ে মারলেন ভাই-ভাতিজারা

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

পারিবারিক ও জমিজমার বিরোধে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামের পরিবহন ব্যবসায়ী এনামুল হক ফুল মিয়াকে পিটিয়ে হত্যা করেছেন আপন ভাই ও ভাতিজারা। 

পুলিশ জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আপন পাঁচ ভাইয়ের সাথে মামলা চলে আসছিল ফুল মিয়ার।

এ নিয়ে গতকাল সন্ধ্যায় কথা কাটাকাটি হয়। রাতে ছোট ভাই লিংকন মোল্যা ও বড় ভাই জাহাঙ্গীর মোল্যার ছেলে পুলিশ সদস্য কায়েস মোল্যাসহ কয়েকজন ফুলমিয়াকে মারধর করেন।

পরে স্বজনেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 

এসবি/