ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

আবারও বায়ার্নের কাছে ধরাশায়ী বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার | আপডেট: ১২:১৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার

আবারও বায়ার্ন মিউনিখের কাছে ধরাশায়ী হলো স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে বার্সার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বায়ার্ন। বাভারিয়ানদের মাঠে এ নিয়ে শেষ সাত ম্যাচের একটিও জিততে পারল না বার্সা।

অ্যালিয়েঞ্জ এরেনায় ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বায়ার্ন ছেড়ে বার্সায় যোগ দেওয়া পোলিশ তারকা রবার্ট লেভানদোস্কি গোলের দুটি সহজ সুযোগ মিস করেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে বায়ার্ন। 

ম্যাচে দুটি গোলই হয়েছে মাত্র চার মিনিটের ব্যবধানে। বার্সেলোনা অনেকগুলো সুযোগ নষ্ট করেছে। সাবেক ক্লাবের বিরুদ্ধে বার্সার নতুন তারকা রবার্ট লেভান্দোস্কির হতাশাজনক পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

প্রথমার্ধে অনবদ্য ফুটবল খেলেও দ্বিতীয়ার্ধে পরপর দুই গোল হজম করে বার্সেলানা। বায়ার্নের হয়ে ম্যাচের ৫০ ও ৫৪ মিনিটে গোল করেন লুকাস হার্নান্ডেজ এবং লেরয় সানে।

ম্যাচের ৫০তম জোশুয়া কিমিখের কর্নার থেকে ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ হেড করে স্বাগতিকদের এগিয়ে দেন। এর ৪ মিনিট পরই জামাল মুসিয়ালার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লেরয় সানে।

ম্যাচের ৬৩তম মিনিটে বার্সার পেদ্রির শট গোলপোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের বাকি সময়ে গোল করতে পারেনি কোনো দলই। ফলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নাদেজের দল। 

এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। আর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সা পরের দুটি ম্যাচ খেলবে ইন্টার মিলানের বিপক্ষে।
এসএ/